জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা দলটিতে পদ বাণিজ্য চলছে বলে অভিযোগ তুলে বলেছেন, জাতীয় পার্টিতে নানান রকম দুর্নীতি হচ্ছে, পদ বাণিজ্য চলছে।গোপনে জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধন করে ইসিতে জমা দেওয়া হয়েছে। আমার সইয়ে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। পার্টির গঠনতন্ত্রের ২০ ধারার অপব্যবহার করে দলকে ধ্বংস করা হচ্ছে। মনোনয়ন বাণিজ্য করা হচ্ছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তাও আমি দেখিয়ে দিতে পারবো।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
রাঙ্গা বলেন, পার্টির গঠনতন্ত্রের ২০ ধারা অগণতান্ত্রিক। এ ধারা ব্যবহার করে ৪০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ২০ ধারা বাতিল না করলে জাতীয় পার্টি করবো না। সংসদ থেকেও পদত্যাগ করতে পারি। তবে অন্য কোনো দলে যাবো না।
তিনি আরও বলেন, রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরাতে যে চিঠিটি স্পিকারকে দিয়েছিলাম, সেটি অগঠনতান্ত্রিক ছিল। এ কারণে চিঠি প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে আবেদন করেছি। বিরোধীদলীয় নেতার পদটি সাংবিধানিক পদ। এ পদ থেকে সরাতে হলে এজেন্ডা দিয়ে বৈঠক ডাকার কথা।
তিনি বলেন, জাতীয় পার্টি তড়িঘড়ি করে পার্লামেন্টারি পার্টির বৈঠক করেছে। সেখানে কোনো এজেন্ডা ছিল না। আমি ওই চিঠি দেওয়ার আগেও প্রতিবাদ করেছিলাম, সে কারণে কোনো নোটিশ ছাড়াই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Last Updated on September 22, 2022 10:55 pm by প্রতি সময়