ইসলাম ছাড়া সুশাসন সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ইসলাম সব ধর্মের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ইসলামী শাসন ব্যবস্থাই মানুষের নিরাপত্তা দিতে পারে। দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং একই সঙ্গে ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা দেখতে চায়।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমিরর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত থেমে নেই। প্রথমদিন থেকেই ভারত এই সরকারকে ফেল করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। স্বৈরাচার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টাকা পাচারকারিদেরকে প্রত্যাখান করতে জনগণকে জাগিয়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এএইচএম আবদুল হালিম।
Last Updated on November 1, 2024 10:31 pm by প্রতি সময়