বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, জামায়াতে ইসলামি মনে করে এ দেশে তারা ইসলামের লিজ নিয়েছে। প্রকৃতপক্ষে তারা কোনো ইসলামি দল নয়। জামায়াতে ইসলামি ইসলামের কথা বললেও আমেরিকার দালালি করে। তাই ফিলিস্তিনের গণহত্যার বিষয়ে তারা কোনো কথা বলছে না। আমরা ইসলামের মূল ধারা। ইসলাম ও মানুষের পক্ষে কথা বলার জন্য রাজনীতি করতে এসেছি। কারো দালালি করতে নয়। ফিলিস্তিনে মুসলমানদের ওপর ঘটে যাওয়া অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা কথা না বলে আমেরিকার দালালি করে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে ঢাকা জিগাতলা কেয়ারি ক্রিসেন্ট টাওয়ারের একটি রেস্টুরেন্টে লিবারেল ইসলামিক জোটের উদ্যোগে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, কে হাত কোথায় বাঁধলো না বাঁধলো তা না দেখে পবিত্র কুরআনকে গবেষণা করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন মিডিয়াতে জামাত শিবির তাদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। লিবারেল ইসলামিক জোটের সাইবার টিমকে শক্তিশালী করে জামাত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে আলেম -ওলামাদের সক্রিয় হতে হবে।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে।কিন্তু ফিলিস্তিনের জনগণের ওপর নজিরবিহীন নির্যাতনের নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্ররা। অথচ তারা কখনো গণতন্ত্র, কখনো সুষ্ঠু নির্বাচন, কখনো মানবাধিকার লঙ্ঘনের নামে অনেক শান্তিপ্রিয় দেশকে জোরপূর্বক ধ্বংস করেছে। তারা পৃথিবীতে খাদ্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষ মারার জন্য অস্ত্রের দাম কমিয়ে দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশেক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদশের চেয়ারম্যান ও জোটের কো-চেয়ারম্যান শাহ্সূফী সৈইয়্যেদ আলম নূরী আল সুরেশ্বরী, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ও জোটের কো-চেয়ারম্যান এবং সমন্বয়ক ফারাহনাজ হক চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান ও জোটের কো-চেয়ারম্যান হাসরত খান ভাসানী, বাংলাদেশ জনদলের মহাসচিব সেলিম আহমেদ, বিএসপির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের মহাসচিব মুফতী মাওলানা মনিরুজ্জামান রব্বানী, ন্যাপভাসানীর মহাসচিব খালেদ সাহরিয়ার, আশেক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদশের মহাসচিব আল্লামা হানিফ নূরী, কেএসপির মহাসচিব গোলাম মুর্শেদ সুজন।
আলেম ওলামাদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম, মাওলানা মুকতার হোসেন, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি মাওলানা আবু হানিফা, মাওলানা কাজী মোহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, মুফতি মোহাম্মদ জোবায়ের, কাজী আবুল হাসান, মুফতি মাকসুদুর রহমান, মাওলানা মোঃ আব্দুস সবুর, মুফতি সহিদুল ইসলাম, মাওলানা আবু সাঈদ প্রমুখ।
Last Updated on October 17, 2023 8:49 pm by প্রতি সময়