অবশেষে কুমিল্লা শহরতলীর টিক্কাচর এলাকায় গোমতী নদীতে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ জিহাদের (১৩) লাশ দুইদিন পর ভেসে উঠল।
শুক্রবার (৯ জলাই) সকাল ৬টার দিকে গোমতী নদীর চত্রখিল এলাকায় জিহাদের লাশ ভেসে উঠে। এসময় স্থানীয় লোকজন তা দেখে স্বজনদের খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন।
নিহত জিহাদ কুমিল্লা নগরীর শুভপুর পুরাতন সর্দার বাড়ির আলমগীর হোসেনের ছোট ছেলে। সে চানপুর হারুন স্কুলের মাধ্যমিক শাখার সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার সকাল ১১টায় নগরীর শুভপুর শাহী ঈদগাহ ময়দানে জিহাদের জানাজা অনুষ্ঠিহয়। পরে তাকে শুভপুর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরের দিকে জিহাদ গোমতী নদীর পাড়ে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে জিহাদ নদীতে নেমে বলটি তুলতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে যায়। সহপাঠিরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন কুমিল্লা ফায়ার সার্ভিস ও চাঁদপুর ডুবুরি দল এসে সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়েও সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে।
বৃহস্পতিবার সকাল থেকে পূনরায় শুরু হয় উদ্ধার অভিযান। দুই দিনেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 9, 2021 8:44 pm by প্রতি সময়