কুমিল্লার বুড়িচং উপজেলায় রাজনৈতিক ও সামাজিকভাবে সবার প্রিয়মুখ জিহান গ্রুপের চেয়ারম্যান হাজী শাহ পরান আজাদ আর নেই।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ মাগরিব রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজী শাহ পরান আজাদ কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মরহুম আলী আহমদের পুত্র।তিনি ভারেল্লা দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জিহান গ্রুপের চেয়ারম্যান, রামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আলী আহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের ভাতিজা।
তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন, জেলা পরিষদের সদস্য হাজী তারিক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান খান, বিএনপি নেতা এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 7, 2020 1:31 pm by প্রতি সময়