জিহান গ্রুপ ও আলী আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী শাহপরানের কুলখানি শুক্রবার (১০ সেপ্টেম্বর) তার নিজ গ্রাম বুড়িচং উপজেলার রামপুর বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বাড়িতে অনুষ্ঠিত হবে।
মরহুমের ছোট ভাই শাহজাদা আহমেদ রনি জানান, এ উপলক্ষে শুক্রবার সকালে পরিবারের সদস্য ও গ্রামবাসী মরহুমের কবর জিয়ারত করবে। এরপর মরহুম হাজী শাহপরানের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম এবং দোয়া শেষে দুপুরে দরিদ্র, অসহায়, এতিম এবং গ্রামবাসীসহ মরহুমের আত্মীয়–স্বজন ও শুভান্যধায়ীদের জন্য থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন। কুলখানি অনুষ্ঠানে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবসহ এলাকার সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 10, 2020 2:58 pm by প্রতি সময়