[প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. খন্দকার মারুফ হোসেন]" />
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারই শহীদ জিয়াকে বীর উত্তম রাষ্ট্রীয় খেতাব দিয়ে সম্মানিত করেছেন। বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এখন জিয়াকে নিয়ে যেসব বক্তব্য দেয়া হচ্ছে,তা দুঃখজনক ও সাংঘর্ষিক। শহীদ জিয়াকে নিয়ে এসব বক্তব্যের কারণে আওয়ামী লীগ নেতারাই বরং জনগণের কাছে হাসির খোরাক হচ্ছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি’র কার্যালয়ে দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মারুফ হোসেন বলেন,বর্তমান সরকার এখন জনবিচ্ছিন্ন। তাদের কোন জনসমর্থন নেই। তারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির জনপ্রিয়তাকে খুব ভয় পায়। বর্তমান সরকার শহীদ জিয়ার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই শহীদ জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ কাল্পনিক ও বানোয়াট কুৎসা রটনায় নেমেছে।
তিনি বলেন, শহীদ জিয়া বাকশালের অন্ধকার গহবর থেকে দেশকে রক্ষা করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। শহীদ জিয়ার প্রতি দেশের ৯০% মানুষের শ্রদ্ধা ও ভালবাসা তাদের হৃদয়ের মণিকোঠায় প্রোথিত রয়েছে।
দাউদকান্দি পৌর বিএনপি’র সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ,কে,এম সামছুল হক, সাধারণ সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান,যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম,পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তাক সরকার,সাধারণ সম্পাদক নূরুল আমিন নাঈম সরকার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক -১ কাউসার আলম সরকার,সাংগঠনিক সম্পাদক -২ কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, কামরুজ্জামান ফকির, যুব নেতা শরীফ চৌধুরী,ফরিদা ইয়াসমিন ডলি, ছাত্রদল নেতা রোমান খন্দকার, আসাদুজ্জামান লিমন প্রমুখ।
সভাশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপিকে আজকের অবস্থানে এগিয়ে আনতে আন্দোলন সংগ্রামে নিহত সকল পর্যায়ের নেতা-কর্মীর বিদেহী আত্মার শান্তির জন্য ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 1, 2021 5:10 pm by প্রতি সময়