সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার সাংবাদিক নেকবর হোসেনের পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে ওঠলো হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মিছিল কুমিল্লা স্টেডিয়ামে ১৮ বছর পর শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার দেশের সকল ক্লান্তিলগ্নে স্কাউটরা নিয়োজিত থাকে : স্কাউটার তৌহিদুল কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল # হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপকমিটি গঠন মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে : প্রফেসর একেএম সেলিম চৌধুরী যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরাদনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুবিতে পিস অ্যান্ড সেইফটি ক্যাফ

জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ দেখা হয়েছে
উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক টি এম আহমেদ হুসেইন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(বাউবি)কুমিল্লা অঞ্চলের পরিচালক টি এম আহমেদ হুসেইন বলেছেন,শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর অন্যতম দায়িত্ব কাঁধে নিয়েছে বাউবি এবং সেই লক্ষ্যে বাউবি’র সকল প্রোগামের প্রচারনার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ প্রচার কাজে কুমিল্লা অঞ্চল সার্বিক সহযোগিতা করছে। যার ফলে শিক্ষার আলো ছড়িয়ে বাউবি এগিয়ে চলছে অপ্রতিরোধ গতিতে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে। তথ্য পাওয়ার অধিকার তখনই প্রতিষ্ঠা পায় যখন আমরা সবাই সচেতন থাকবো। বাউবিতে নানান শ্রেনি-পেশার বিভিন্ন বয়সের শিক্ষার্থীগণ অধ্যয়ন করেন এবং কর্মজীবি মানুষ সঠিক তথ্যের প্রত্যাশা করেন, যাতে হয়রানির শিকার না হন।

 

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলমান প্রোগ্রামসমূহের প্রমোশনাল কার্যক্রম এবং তথ্য অধিকার সম্পর্কিত জনঅবহিতকরণ বিষয়ক উঠোন বৈঠকে এসব কথা বলেন তিনি।

বাউবি’র কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র ও চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের তত্ত্বাবধানে হাইমচর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বাউবি’র কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সৃষ্টিশীল, শিক্ষণীয় ও তথ্যবহুল উঠোন বৈঠক তথা প্রমোশনাল কার্যক্রম সভা ইতোমধ্যে কুমিল্লা অঞ্চলে বেশ সাড়া জাগিয়েছে। দেশের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিকর্মী, স্থানীয় এলিট সম্প্রদায় এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বাউবি’র এই উঠোন বৈঠক স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষের মাঝে বেশ আশার আলো জাগিয়েছে এবং সৃষ্টি করছে প্রানচাঞ্চল্যের।

 

হাইমচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলামের সভাপতিত্বে উঠোন বৈঠকে  বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মো: আনিসুর রহমান বলেন, প্রত্যেক নাগরিককেই অবাধ তথ্য জানার মৌলিক অধিকার রয়েছে। বাউবি’র ক্ষেত্রে কখন কোন প্রোগ্রামের ভর্তি/পরীক্ষা/রেজিস্ট্রেশন/ফলাফল প্রকাশ হয় ইত্যাদি জানার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাউবি’র সকল অফিস তথা স্টাডি সেন্টারেও সকল প্রকার তথ্য ভান্ডার থাকার আবশ্যকতা রয়েছে।

 

উঠোন বৈঠকে ইউপি চেয়ারম্যান হাজী মো: শাহ আলম বলেন, হাইমচর উপজেলা ভয়ংকর নদী ভাঙ্গনের শিকার। এখানে প্রায় প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ডিফেন্সের সদস্য, এনজিওকর্মী এবং পুলিশের অনেক সদস্য বাউবি’র বিভিন্ন প্রোগ্রাম থেকে পাস করে প্রশংসনীয় ও সম্মানিত পদে চাকুরী করছেন।

 

দক্ষিণ মদিনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আব্দুল খালেক বলেন, হাইমচর তথা দেশের প্রতিটি প্রান্তিক লেভেলে বাউবি মানুষের মনে আশার আলো এবং জীবন গঠনে শিক্ষার আলো জ্বালিয়ে চলছে। এ অঞ্চল তথা সারা দেশের জন্য বাউবি আশির্বাদ হিসেবে অবতীর্ণ হয়েছে।

 

ফারুক-ই-আজম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিউদ্দিন মাজি বলেন, বাউবি কর্তৃপক্ষ মানুষের দোড়গোড়ায় শিক্ষা পৌঁছে দিতে বদ্ধ পরিকর এবং সে লক্ষ্যেই বাউবি এগিয়ে চলছে।

 

বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শামীম বলেন, বাউবি তথ্য জনস্বার্থে প্রত্যেকেই বাউবি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে বাউবি’র প্রান্তিক পর্যায়ের এই প্রচারণা কৌশল সহায়ক ভূমিকা পালন করবে। কারণ বাউবি’র কল্যাণে দেশের যে কোন বয়স পেশার পুরুষ-মহিলাগণ অর্থাৎ ঝরে পড়া সকল মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে।

 

উঠোন বৈঠকে সভাপতির বক্তব্যে হাইমচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, হাইমচর উপজেলার প্রায় প্রতিটি ঘরে ঘরে বাউবি থেকে পাশকৃত কোন না কোন প্রোগ্রামের শিক্ষার্থী রয়েছেন। যাদের একসময় কোন না কোন কারণে শিক্ষা জীবনে ব্যত্যয় ঘটেছিল, তারা আজকে বাউবি’র বদৌলতে সুন্দর শিক্ষা জীবন উপভোগ করছেন। তাদের প্রতি রইলো অভিনন্দন। আর যারা বাউবি’র বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়ন করেছেন তাদের সাফল্য কামনা করছি।

 

প্রসঙ্গত, বাউবি’র দীক্ষা : সবার জন্য উন্মুক্ত কর্মমূখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা-বাউবি’র বর্তমান উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূ-বিজ্ঞানী ও ভূমিকম্প বিশেষজ্ঞ প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতারের উদ্ভাবনী ও সৃষ্টিশীল এ স্লোগান কে  ধারণ করে যে কোন বয়স পেশার পুরুষ-মহিলাদের জন্য যার যার যোগ্যতার ভিত্তিতে সারা জীবনব্যাপী যে কোন প্রোগ্রামে বাউবিতে অধ্যয়ন করার সুযোগ রয়েছে।

Last Updated on December 8, 2023 10:33 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102