আট জুয়ারি মিলে জুয়া খেলার মগ্ন। এরই মধ্যে পুলিশের হানায় দিগ্বিদিক ছোটাছুটির চেষ্টা, কিন্তু কুমিল্লার তিতাস থানা পুলিশের অভিযানে রেহাই মেলেনি তাদের। জুয়ার সরঞ্জাম সহ আটক হতে হয় ওই আট জুয়ারিকে।
কুমিল্লার তিতাস উপজেলায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জুয়ারীকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার তিতাস থানার উপপরিদর্শক আনিছুর রহমান ও ইমরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বন্দরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে।
আটককৃতর হলো- সাগর, হযরত আলী, মোঃ বাবু , রাসেল, কাউসার, সোহেল, ইসমাইল, ও কাউসার।
তিতাস থানা পুলিশ জানায়, গ্রেফতার আট জুয়ারির নামে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on August 23, 2023 7:49 am by প্রতি সময়