কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ যথাযথ মর্যাদায় জাতীয় চার নেতা স্মরণে জেলা হত্যা দিবস পালন করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জাতিরজনক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও পরে স্বল্প পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলহত্যা দিবস উপলক্ষে সকালে নগরীর লাকসাম রোডের রামঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতিরজনকের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম পল্লব।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাকসুদুর রহমান টিটু, শেখ শাহীদ, আবুল হোসেন মেম্বার, হুমারুন কবির, ইব্রাহিম খলিল শিপন, মো. পারভেজ , মো. হানিফ, সফিউল বাসারসহ আর্দশ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 3, 2020 8:45 pm by প্রতি সময়