টঙ্গীতে চাঁদা না দেওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কেন্দ্রীয় সরঞ্জাম মেরামত কারখানা (সিইআরএস) ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
এ ঘটনায় সিইআরএস সংস্কার কাজের ঠিকাদার আব্দুস সাত্তার মোল্লা সোমবার (২৫ জানুয়ারি) টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেছেন। চাঁদার দাবীতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪জন আহত হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদার আব্দুস সাত্তার মোল্লা জানান, তিনি কেন্দ্রীয় সরঞ্জাম মেরামত কারখানার ভাউন্ডারির সংস্কার কাজ করছেন। অপরদিকে পাশেই পিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে গভীর নলকূপ স্থাপনের কাজ করছে অপর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় একটি চক্র চাঁদা দাবী করে আসছে।চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা জোরপূর্বক কয়েকদফায় তাদের কাজ বন্ধ করে দেয়।
রবিবার দুপুরে একদল সন্ত্রাসী এ দুটি প্রতিষ্ঠানে ঢুকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর করে প্রকল্প এলাকা থেকে বের করে দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মচারীদের নির্দেশ দিয়ে আসেন। এর জের ধরে সন্ত্রাসীরা রবিবার রাত সাড়ে ৯টায় স্থানীয় সমাজ কল্যাণ রোডে আব্দুস সাত্তার মোল্লার মার্কেটে হামলা চালায়।
সন্ত্রাসীরা এসময় কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। তান্ডব চালিয়ে চলে যাওয়ার পথে সন্ত্রাসীরা পথিমধ্যে আরো কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়ি ভাংচুর করে। পথে জনৈক আমান ক্বারীর বাড়ির সিসি ক্যামেরা ও বাড়ির উঠানে থাকা একটি মিনি ট্রাক ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাতেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।সন্ত্রাসী হামলায় মার্কেটের কর্মচারী সোহেল (২৬), মোস্তাকিম (২৫), রাজীব (২৭) ও রাসেল (৪০) আহত হন। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
Last Updated on January 25, 2021 9:42 pm by প্রতি সময়