গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। রবিবার রাতে নগরীর টঙ্গী পূর্ব থানার ষ্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হচ্ছে- মোঃ জহিরুল ইসলাম (৪০), মোঃ শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), মোঃ হাসিব (২২), মোঃ রুবেল হোসেন (৩০), মোঃ নাজমুল মিয়া (২৩), পিতা-মোঃ স্বপন মিয়া ও মোঃ আশরাফুল ইসলাম (৩২)। এসময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, একটি চাপাতি, একটি ছোরা, তিনটি চাকু ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারি পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের কতিপয় সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাব ষ্টেশন রোড বাসস্ট্যান্ডে উত্তরা টায়ার এন্ড ব্যাটারী শপের এর সামনে থেকে ওই ছয় ডাকাতকে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 6, 2021 9:49 pm by প্রতি সময়