গাজীপুর মহানগরীর টঙ্গীর রাস্তায় বিভিন্ন খানা খন্দক ও বিআরটিএ প্রকল্পের ধীরগতির কারনে যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়েই চলছে। টঙ্গী হোসেন মাকেট থেকে টঙ্গী ব্রীজ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় খানা খন্দকে ভরা। অপরিকল্পিতভাবে বিআরটিএ কাজের কারনে এ দুরাবস্হার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বিধিনিষেধ চলাকালীন সময় যদি বিআরটিএ তাদের কাজ অব্যাহত রাখত তাহলে হয়ত এখন মানুষকে এতটা দুর্ভোগ পোহাতে হতো না। মুলত অপরিকল্পিতভাবে কাজ করার কারনে টঙ্গীতে যানজটের কবলে পড়ছে যাত্রীরা।এতে জনদুর্ভোগ বাড়ছে।
গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নগরবাসীকে বিশেষ করে ব্যস্ততম নগরী টঙ্গীকে যানজট মুক্ত রাখতে একাধিকবার বিআরটিএ প্রকল্পের দায়িত্ব প্রাপ্তদের সাথে কথা বলেন এবং এ প্রকল্প সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একাধিকবার এ প্রকল্পের মেয়াদ ও প্রকল্প ব্যয় বাড়ানো হলেও কবে নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে তা কেউ বলতে পারছেন না।
গাজীপুর মহানগরীর পুলিশের টঙ্গীতে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের টি আই শাহাদাত হেসেন জানান, রাস্তায় বিআরটিএ প্রকল্পের কাজ চলার কারনে যানবাহন ধীর গতিতে চলছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।
Last Updated on August 12, 2021 7:45 pm by প্রতি সময়