রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার নতুন কমিটি সাংবাদিক রিপন আহমেদ ভুঁইয়ার ইন্তেকাল দাউদকান্দিতে ডাকাতি ছিনতাই ও মাদক মামলার আসামি খুন হোমনার ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন,ঘাতক গ্রেফতার মুরাদনগরের ইউএনও সিফাত উদ্দিনের অপসারণ দাবী পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সহ ৩৫ জনের নামে মামলা নগরীর চকবাজারে দোকানঘর দখলের অভিযোগ  শ্বাসরোধ ও মাথায় আঘাত করে মা ও ছেলেসহ তিনজনকে হত্যা সাবেক এমপি বাহারের নামে আরও একটি মামলা শেখ হাসিনা দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ধ্বংস করেছেন : রুহুল কবির রিজভী বন্যার পানি সরে যাচ্ছে, দেখা মিলছে ঘরের, বাড়ছে দুশ্চিন্তা আত্মগোপনে থাকার পর হঠাৎ প্রকাশ্যে এসে নগর যুবলীগ ক্যাডার জনুর ত্রাস, গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ ছাত্রলীগ নেতার মামলায় ডা. প্রাণ গোপাল সহ ১৯ জন আসামি কুমিল্লার ১৪ উপজেলায় কমছে বন্যার পানি, ভেসে উঠছে রাস্তাঘাট বাড়িঘরের ক্ষত বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে : কুমিল্লায় মির্জা ফখরুল ভয়াবহ বন্যায় কুমিল্লার কৃষি মৎস্য ও প্রাণী খাতে ক্ষতির পরিমাণ ১৬৫০ কোটি টাকা মুরাদনগরে কিশোরীর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ধুম্রজাল কুমিল্লায় ‘পরিবার লীগ’ কালচারের অবসান

টাউনহলের মুক্তমঞ্চে প্রতিবিম্বের মনোমুগ্ধকর ঈদোত্তর সংগীত ও নাট্য প্রদর্শনী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ দেখা হয়েছে

ঈদের আনন্দের রেশ না কাটতেই কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর ঈদোত্তর সংগীত ও নাট্য প্রদর্শনী। ঈদের ছুটির পর আরেকটি ছুটির দিনের সন্ধ্যায় এরকম উন্মুক্ত আয়োজন বিনোদন পিপাসু হাজারো মানুষকে দিয়েছে ভিন্নমাত্রার আনন্দ।

 

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রতিবিম্ব থিয়েটার, কুমিল্লা এই মনোমুগ্ধকর আয়োজন করে। হাজারো দর্শক সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত প্রতিবিম্ব শিল্পীদের কণ্ঠে আধুনিক ও লোকজ বিভিন্ন গান ও সবশেষে বিশিষ্ট নাট্যকার মমতাজ উদ্দিনের লেখা ‘কেস’ নাটকটি উপভোগ করেন।

 

প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি বিশিষ্ট অভিনয় শিল্পী, আলোকচিত্রী, সাংবাদিক ও নাট্যগুরু উপাধিপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরীর ভিন্নধারার উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে নগরীর সাংস্কতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের শুভেচ্ছা কথামালা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।

অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অধ্যাপক সমীর মজুমদার, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও সে তুমি আমি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সাদিক মামুন, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের পরিচালক আল আমিন, যাত্রিক নাট্য গোষ্ঠীর মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. অধ্যাপক আলী হোসেন চৌধুরী, কুমিল্লা কালচার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, কমরেড আনোয়ার হোসেন, অধুনা থিয়েটারের অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, আবৃতি  শিল্পী কবি কাজী মাহাতাব সুমন, নৃত্যম এর পরিচালক  জাহিদুর রহমান মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবিম্বের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এরমধ্যে গান পরিবেশন করেন মহসীন আরিফ, ইলিয়াস গনি, নীপা সরকার, সুলক্ষনা চন্দ, আশিক ও শাহজাহান চৌধুরী। নৃত্য পরিবেশন করেন নূহা, শুভার্থী ও নঈম। যন্ত্রসংগীতে ছিলেন কিবোর্ডে জনি, অক্টোপ্যাডে খোকন ও তবলায় সত্য। পরে মমতাজ উদ্দিন রচিত ও মাহফজুর রহমান বাবুল নির্দেশিত কেস নাটকটি পরিবেশিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বাবুল, বিশাত, নীহা, হাফিজ ও নেপথ্যে ছিলেন এনাম। ২০ মিনিটের এ নাটিকাটি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রতিবিম্বের শিল্পী কলাকুশুলীরা কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনদের সঙ্গে ফটোসেশনে মিলিত হন। প্রতিবিম্ব থিয়েটারের এধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক নতুন বার্তা বলে মনে করছেন জেলার বিশিষ্টজনরা।

Last Updated on April 29, 2023 5:42 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102