স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি বন্ধ থাকায় প্রসূতি, শিশু কিশোরসহ সববয়সী রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।কেবল তাই নয়, উপজেলার ১৯২টি আউটরিচ টিকাদান কেন্দ্র বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছে মা ও শিশুরা।টানা ১২দিন ধরে কর্মবিরতি চলছে।
নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য দুরীকরন ও টেকনিক্যাল স্কেল এবং পদমর্যাদার দাবীতে সোমবার(৭ডিসেম্বর)বুড়িচং উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির উদ্যোগে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২, স্বাস্থ্য সহকারীদের ১৩ এবং প্রশিক্ষণ পর্ববতী স্বয়ংক্রিয় -১১তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, সহ-সভাপতি হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম, শাহীনুর বেগম, রিফাত সুলতানা, শাহীনুর আক্তার, সামসুন্নাহার, জাহাঙ্গীর আলম।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 7, 2020 8:44 pm by প্রতি সময়