মসজিদে টানা ৪০দিন জামাতে নামাজ আদায়কারী আট শিশু-কিশোর উৎসাহ পুরস্কার হিসেবে উপহার পেল বাইসাইকেল।কুমিল্লার বুড়িচং উপজেলার ভাড়েল্লা দক্ষিণ ইউনিয়নের, মজলিশপুর (উল্লাম কাজী বাড়ী) জামে মসজিদে তাকবীরে উলার সহিত জামাতে নামা আদায় করে এ উপহার পেল।
বুধবার (১১ আগস্ট) যোহর নামাজ শেষে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ আয়োজনের মাধ্যমে উপহার হিসেবে শিশু-কিশোরের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
টানা ৪০দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার প্রাপ্ত শিশু-কিশোররা হলো-, কাজী মো. মারুফ হোসেন, কাজী মিনহাজ, কাজী মাহিন, কাজী ইউসুফ, কাজী যোবায়ের, কাজী ইয়াছিন, গাজী নিছার, গাজী তানভীর।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের, মজলিশপুর উল্লাম কাজী বাড়ীর প্রবাসী কাজী মো. শাহীনের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়।
ওই প্রবাসী ঘোষনা করেন, তার নিজ এলাকায় জামে মসজিদে যে কিশোর-যুবকেরা টানা ৪০দিন যাবৎ তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায় করবে তাদেরকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হবে।মসজিদের ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ আট শিশু-কিশোরকে পুরস্কারের জন্য নির্ধারণ করেন এবং তার সভাপতিত্বে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।
মিলাদ-দোয়া ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলাকার ফারুক আহম্মেদ, কাজী হুমায়ূন, কাজী মোশারফ, কাজী শাহজাহান সাজু, কাজী নয়ন, কাজী মোহন, কাজী আকরাম, আলামিন, সোহরাব, হাফেজ নোমান, সাইদুল, ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 11, 2021 8:44 pm by প্রতি সময়