[কুমিল্লা দোকান মালিক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান]" />
কুমিল্লা দোকান মালিক সমিতির উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন স্থান থেকে টিকা আনছেন আমাদের দেশের মানুষের জন্য। তিনি দেশের জনগনকে বিনামূল্যে গনটিকার ব্যবস্থা করছেন। আগামি ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট চেয়ারম্যানদের নেতৃত্বে ইউনিয়নের ওয়ার্ডের ওয়ার্ডে টিকা দেওয়া হবে। যারা টিকা নিয়েছেন তারা আক্রান্ত হলেও ভালো আছে। আর যারা টিকা নেয়নি তাদের আক্রান্ত হলে ভোগতে হচ্ছে। আপনারা পরিবার পরিজন নিয়ে করোনার টিকা গ্রহন করুন, মাস্ক পরুন। নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন।
বুধবার (৪ আগস্ট) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টোডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি পাঁচ কেজি চাউল, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ, দুই কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন।
এসময় সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী আশ্রাফ, স্টেশন রোড (দক্ষিণ) ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, চকবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক পারভেজ প্রমুখ।# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 4, 2021 9:16 pm by প্রতি সময়