ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের দুইজনই আপন ভাই-বোন।তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়ায়।ভূইয়া বাড়ি নামে পরিচিত নবী নেওয়াজ ভুইয়ার বিদেশ ফেরত ছেলে বিল্লাল হোসেন (৩৫) এবং তার মেয়ে লিপি আক্তার (৪০)লেগুনার যাত্রী ছিল্। আপন ভাই বোনের মর্মান্তিক মৃত্যুতে গোবিন্দপুরের দক্ষিণ পাড়ার ভুইয়া বাড়িতে চলছে শোকের মাতম।
রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণধারা বিদ্যুৎ প্রকল্প এলাকার সামনে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি দ্রুতগতির লবন বোঝাই ট্রাক মুরাদনগরের কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী যাত্রী বোঝাই একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আপন দুই ভাইবোন সহ তিন ঘটনাস্থলে এবং একজন হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। গুরুতর আহত হয় কমপক্ষে দশজন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল। একসময় ট্রাকটি ওভারটেক করার সময় লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় লেগুনাটি দুমরে-মুচড়ে যায়।
এদিকে নিহত অপর দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন-লেগুনার সহকারী মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের আলি মিয়ার ছেলে সাজিদ(১৫) ও দেবিদ্বারের হোসেনপুর গ্রামের মৃত বিপিন চন্দ্র সাহার ছেলে সাধন চন্দ্র সাহা (৫০)।
কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।
কুমিল্লা ময়নামতি থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন জানান, ট্রাক ও লেগুনা জব্দ করে থানায় নেয়া হয়েছে।
Last Updated on July 26, 2020 2:00 pm by প্রতি সময়