শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যার ইন্ধনদাতা নির্মাণ প্রতিষ্ঠান গোল্ড সিলভারের চেয়ারম্যান ফারুক আহমেদ ও মূল খুনির সহযোগীদের গ্রেফতারের দাবী জানিয়েছে কুমিল্লা নগরীর নগরীর রেইসকোর্স ও দুর্গাপুর এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নগরীর কান্দিরপাড়ে টাউনহল গেইটের সামনে রেইসকোর্স এলাকার সিলভার শাপলা টাওয়ারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও দূর্গাপুর এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আসামিদের গ্রেফতারের দাবি জানায়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ডা. জহিরুল হক কুমিল্লার একজন জনপ্রিয় ও মানবিক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তার উপর হামলার ঘটনাটা ছিল পরিকল্পিত। আর এই হামলার ইন্ধনদাতা ছিলেন গোল্ড সিলভার হোমস ও সিলভার ডেভেলপারসের চেয়ারম্যান ফারুক আহমেদ ওরফে সিলভার ফারুক। তার ইন্দনেই টাওয়ারের বেপরোয়া পাপ্পু ডা. জহিরকে মেরে ফেলার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ডা. জহির মারা যান।
বক্তারা আরো বলেন, ঘটনার দিন ২২ অক্টোবর পুলিশ পাপ্পুকে গ্রেফতার করে। কিন্তু এখনো ওই ঘটনার ইন্দনদাতা সিলভার ফারুক ও মামলার অপার আসামিরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশের প্রতি অনুরোধ আসামিদের দ্রুত গ্রেফতার করুন।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্সে শাপলা টাওয়ারে ভবন পরিচালনা কমিটির দ্বন্দ্বের জের ধরে ডা. জহিরুল হকের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার সকাল সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনা পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় তার স্ত্রী হিমি মামলা করেন।
Last Updated on October 24, 2023 6:47 pm by প্রতি সময়