
শিক্ষা,শিল্প,সংস্কৃতি মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এ আয়োজন থাকে। আজকের আয়োজনে এ বিভাগের নিয়মিত লেখক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের একটি কবিতা প্রকাশ করা হলো। যে কবিতায় কবি ভালো লাগা, অনুভূতি, ভালোবাসার কথা তার আত্মোপলদ্ধির শব্দে সাজিয়ে আপন মহিমায়।
কবিতা সৈনিক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ পেশায় একজন চিকিৎসক হলেও সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে রয়েছে তার সরব উপস্থিতি। তিনি স্বাস্থ্য বিষয়ক লেখালেখি করেন। আবার কবিতা লিখেন, আবৃত্তিও করেন। বিভিন্ন প্রকাশনা থেকে ডা. তৃপ্তীশ ঘোষের স্বাস্থ্য বিষয়ক লেখা বই এবং কবিতা সমগ্র নিয়ে কাব্যগ্রন্থও প্রকাশ হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ কুমিল্লায় হার্টকেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুধুই আমার
একদিন ভালোবেসে ফুল দিতে চেয়েছিল
আমি সেই আবেদন সযত্নে এড়িয়ে গেছি
কেননা নিজেকে আমি কোনদিন
অন্যের আসনে বসাতে চাইনি।
একদিন হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে
আমায় কাছে ডেকেছিলে
আমি সেই আহ্বান উপেক্ষা করে
দূরগামী কোন অচেনা পথিকের মতো
স্বেচ্ছায় দূরে সরে গেছি
কারণ তুমি হয়তো জাননা আমি তোমাকে
কোনদিন দ্বিচারীনি ভাবতে পারিনি।
বন্ধুদের মুখে প্রশংসা শুনে
একদিন যাকে ভালো লেগেছিল সেই
ভালো লাগা অলক্ষে ভালোবাসা হয়ে গেছে ঠিকই
তবে তা শুধু আমার ভালোবাসা।
শুধুই আমার।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
Last Updated on February 9, 2021 12:25 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...