শিক্ষা,শিল্প,সংস্কৃতি মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। সপ্তাহের শনি ও মঙ্গলবারে থাকে এ আয়োজন। আজকের আয়োজনে লেখক ও কবি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের লেখা ‘সমুদ্রে জলোচ্ছ্বাস নয়’ শিরোনামে কবিতাটি প্রকাশ করা হলো।
সমুদ্রে জলোচ্ছ্বাস নয়
গতবার সমুদ্রে জলোচ্ছ্বাস
দেখতে গিয়ে
তুমি যেন কেমন!
নিজের মধ্যে হারিয়ে গিয়েছিলে।
একসময় হঠাৎ উত্তেজিত হয়ে
বলেছিলে আমি এ জলোচ্ছ্বাস
দেখতে চাই না
এর চেয়েও বড় কোনো
নতুন জলোচ্ছ্বাস দেখতে চাই।
সেদিন আমি তোমাকে
আশ্বাস দিয়ে বলেছিলাম
অপেক্ষা করো সাথী
আমরা সেই জলোচ্ছ্বাস
একদিন ঠিকই দেখবো।
এবার সময় এসেছে বন্ধু
সামনে এখন বিরাট জলোচ্ছ্বাস
চলো আমরা
তাকে স্বাগত জানাই।
*কবিতা সৈনিক অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ পেশায় একজন চিকিৎসক হলেও সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে রয়েছে তার সরব উপস্থিতি। তিনি স্বাস্থ্য বিষয়ক লেখালেখি করেন। আবার কবিতা লিখেন, আবৃত্তিও করেন। বিভিন্ন প্রকাশনা থেকে ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের লেখা বেশ কয়েকটি স্বাস্থ্য বিষয়ক এবং কবিতার বই প্রকাশ হয়েছে। ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ কুমিল্লায় হার্টকেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 31, 2021 2:32 pm by প্রতি সময়