
শিক্ষা,শিল্প,সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকে শিক্ষা-সাহিত্য বিভাগে প্রকাশ করা হল ডা. মল্লিকা বিশ্বাসের ‘সেতু’ শিরোনামে একটি কবিতা। চিকিৎসক পরিচিতির বাইরেও ডা. মল্লিকা বিশ্বাস একজন কবি ও লেখক। পাশাপাশি সমাজকর্মী, সৃজনশীল সংগঠক। জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। অবসর কাটে কখনো কখনো গান গেয়ে, কখনো গাছ-গাছালির পরিচর্যা, কখনোবা ভিন্ন স্বাদের রেসিপি তৈরিতে।
কবি মল্লিকা বিশ্বাস তার ‘সেতু’ কবিতায় ইঙ্গিত দিয়েছেন বর্তমান সময়ে বিশ্বব্যাপী আলোচিত প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসের তাণ্ডব জয় করে এই বিশ্বে একদিন মানবতার সেতু রচিত হবে ।
‘সেতু’
মহামারী করোনার বিরুদ্ধে চলছে মহাযুদ্ধ,
ধরণীতল আচ্ছন্ন মহাসমরের তিমিরে।
প্রতিনিয়ত অনুভব করি
অন্ধকার, শূন্যতা, মৃত্যু।
মুমূর্ষু আলোয় পৃথিবী ডুবে যায়
মৃত্যুর নিস্তব্ধ অন্ধকারে।
সমগ্র পৃথিবী আজ অপরিমেয়
মানব শব বহনে ক্লান্ত।
তবু জানি একদিন এই মহাযুদ্ধ শেষে
জীবন এতোসব মৃত্যু ভীষণতা অনুভব করেও
সূর্যের মতোই আলোর স্ফুলিঙ্গ হয়ে উঠবে।
ঝর্ণার কল্লোলের মতোই
মানুষের মনে গুঞ্জরিত হবে
মরণের চেয়ে বড় জীবনের সুর।
কোটি মৃত্যুর উপর দিয়ে
হয়তোবা একদিন রচিত হবে সেতু-
মানুষে-মানুষে, প্রাণে-প্রাণে, জীবনে -জীবনে,
দেশে-দেশে, মহাদেশে-মহাদেশে
সাম্যের সেতু, মানবতার সেতু্।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on April 10, 2021 3:48 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...