রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরুড়ায় প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী পেল আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি কুমিল্লা নগর আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন আলতাফ হোসেন : কুমিল্লায় স্মরণ সভায় বক্তারা নিমসার সবজি বাজার ঘিরে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মুরাদনগরে পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নেতৃত্বে নাঈম-নয়ন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরিবহন সেবা দিবে কুবি প্রশাসন দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত দাউদকান্দিতে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বন্টনসহ নীতিমালা প্রকাশ  কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত #বিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি তৈরি করেছে : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৬৮ দেখা হয়েছে

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত বাধা গ্রস্থ করে এমন আইন থাকা উচিত নয়। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে গণমাধ্যমে লিখতে পারে এবং মত প্রকাশ করতে পারে তা হলেই সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও দূর্নীতি দূর করা সম্ভব।

 

শুক্রবার (৩ মে) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ।

 

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

 

অনুষ্ঠানে গণমাধ্যমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যৈষ্ঠ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলা ও এটি এন নিউজের ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক।

 

শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক সমকাল পত্রিকার ফটো সাংবাদিক এন কে রিপন, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বুড়িচং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, যায়যায় দিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, সমতটের কাগজ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন জামাল, কলামিস্ট ডা. আবদুল আউয়াল, দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজী।
 

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে সাত সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলা ও এটি এন নিউজের ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, জি টিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক-প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক সমকাল পত্রিকার ফটোসাংবাদিক এন কে রিপন।

Last Updated on May 3, 2024 10:37 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102