সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ডাকাতদলের সদস্য আটক : লুন্ঠিত স্বর্ণসহ পিস্তলের গুলি, ম্যাগজিন দেশীয় অস্ত্র উদ্ধার  আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কুমিল্লায় ছাত্র-জনতার গণধোলাইয়ের পর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশে সোপর্দ  চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন সম্পাদক তুষার কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরন মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযান : লাখ টাকা জরিমানা, চিমনি ধবংস কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লায় চাচার টেঁটার আঘাতে ভাতিজিবিদ্ধ যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা চৌদ্দগ্রামে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু দাউদকান্দিতে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক পরকীয়ায় প্রাণ গেলো প্রেমিকের, প্রেমিকা আটক বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটি ঘোষণা নিহত তৌহিদের পরিবার সাক্ষাত করলেন জিওসি’র সঙ্গে চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তৌহিদের স্ত্রী অলি আওলিয়ার এদেশে মাজার-খানকাহ রক্ষা করতে হবে : শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি বাস্তবায়ন ও সমস্যা সমাধানে আইডিইবি কুমিল্লা নেতৃবৃন্দের আহ্বান

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯১ দেখা হয়েছে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে এর বাস্তবায়ন ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন ।

 

শনিবার বেলা ১১ টায় কুমিল্লা নিউমার্কেট ভবনে সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিইবি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ।

 

কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগান্তকারী উদ্যোগ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

এ ধরনের জাতি বিনাশী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এদেশের কারিগরি আমলাদের অব্যাহত ষড়যন্ত্র ও বাধার কারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য পেশাগত সমস্যা দীর্ঘ এক যুগ ও বাস্তবায়ন হয় নাই।

 

সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমানের মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলন থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন,
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৩৩% থেকে ৫০% এ উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীর ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এ সংযোজিত জনস্বার্থ পরিপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের মূল্যায়নকর ধারা উপধারাসমূহ সদনপূর্বক চূড়ান্ত গেজেট প্রকাশ সহ চার দফা দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ১২ থেকে ১৮ মে আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সব পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ। ১৯ থেকে ২৩ মে জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দফতরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৭ মে জেলা শাখার উদ্যোগে ছাত্র-শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইডিইবি কুমিল্লা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আলেক হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোঃ গোলাম জিলানী, প্রকৌশলী মোঃ রোকন উদ্দিন খন্দকার, প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, প্রকৌশলী জসীম উদ্দীন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, প্রকৌশলী মোঃ আব্দুল মতিন প্রমুখ।

Last Updated on May 11, 2024 7:19 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102