কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের শরীরে ডেঙ্গুর পজিটিভ নমুনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার সোমবার বেলা ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রবিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (৩১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু পরীক্ষা করানো ৮৬টি নমুনা পজিটিভ পাওয়া গেছে ।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১৬৮জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২১জন। মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জনজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, কুমিল্লা মেডিকেল সেন্টারে একজন, ট্রমা হাসপাতালে একজন, বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।
Last Updated on July 31, 2023 5:49 pm by প্রতি সময়