শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা

ডেঙ্গু সচেতনতায় প্রচারণায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ

মো. আবদুল আলীম খান, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১২৫ দেখা হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ভাইরাসজনিত এ মারাত্মক রোগের কারণে শঙ্কা বাড়ছে মানুষের মনে। তবে শুরু থেকে সচেতন থাকলে জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

শনিবার (১৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ও উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিনের নেতৃত্বে পরিচালনা করা হয়।

ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, এ বছর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলাকে ডেঙ্গু মুক্ত রাখতে কী করতে হবে তা সবার জানা দরকার, বোঝা দরকার যে ডেঙ্গু কতটা ভয়ংকর হতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারব আমাদের কী করা উচিত, কোনো লাভ হবে না। শুধু শুনলাম কিন্তু বুঝলাম না বা যা করা দরকার সে কাজটা করলাম না, তাহলে কিন্তু লাভ হবে না। স্ব-স্ব অবস্থান থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব। এলাকার সচেতন সমাজকে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা একধরনের ভাইরাসজনিত মারাত্মক রোগ, যা কেবল এডিস মশার কামড়ের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এবং মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই ভয়ংকর রোগ থেকে নিজেদের ও পরিবারের সদস্যদের বাঁচাতে নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশা নিধন এবং এডিশ মশা যাতে জন্মাতে না পারে সে বিষয়গুলোর উপর সজাগদৃষ্টি রাখতে হবে। ডেঙ্গু রোধ করার জন্য কোনো ভ্যাকসিন নেই। মশার কামড় থেকে বাঁচা এবং মশার সংখ্যা হ্রাস করাই এ রোগ থেকে রক্ষার সর্বোত্তম পদ্ধতি। এখন বর্ষাকাল, থেমে থেমে প্রায়ই বৃষ্টি হচ্ছে। এ জন্যে কোনো জায়গায় পানি জমে রয়েছে কিনা দেখা বা পানি জমতে পারে এমন জায়গার দিকে নজর দিতে হবে। ফুলদানি, ক্যান এই জাতীয় জিনিস নিয়মিত পরীক্ষা করা, খালি করা বা পরিবর্তন করতে হবে। বাড়ির আশেপাশে জমা পানি থাকলে পরিষ্কার করতে হবে। মশার কামড় এড়াতে লম্বা হাতা শার্ট এবং প্যান্ট ও মোজা পরতে হবে, খোলা জানালায় মসকিউটো নেট লাগাতে হবে, রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, মশা তাড়ানো ক্রিম বা ধুপ ব্যাবহার করা যেতে পারে। মনে রাখতে হবে এডিশ মশার বংশবিস্তার রোধই ভাইরাসজনিত এই মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়ার এরকম উপায়।

ডেঙ্গু প্রতিরোধে প্রচার-প্রচারণার সময় উপস্থিত ছিলেনব্রাহ্মণপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. অরুপ সিংহ, ডা. তরেকা রায়হানা জুঁই, ডা. তাসনোভা আজিজ নোভা, ইউনানি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিউদ্দিন, এ এইচ রকিব প্রমুখ।

Last Updated on July 15, 2023 7:53 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102