ভোলার তজুমদ্দিনে ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে।
বরিবার (১৮ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে চাঁদপুর ইউনিয়ন উত্তর আ’লীগের সভাপতি জহুরুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ’লীগ সহ-সভাপতি মোফাজ্জল হোসেন বিএ, সহ-সভাপতি ও ইউপি সদস্য তৈয়বুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, সাংগঠনিক সম্পাদক ও তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক প্রভাষক জাকির হোসেন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন গাজী, উপজেলা শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম মহাজন প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন বলেন, আগামী ৫বছর দলমত নির্বিশেষে সকলের জন্য ইউনিয়ন পরিষদ উম্মুক্ত থাকবে। অবকাঠামোগত উন্নয়ন করে চাঁদপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।
পরে নবনর্বাচিত ইউপি সদস্যগণ চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 18, 2021 10:56 pm by প্রতি সময়