ভোলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচ সেবনকারীকে আটক করেছে। আটককারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (১৩ জুলাই) জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেলিমের বসত ঘর থেকে ১শত ৫০ গ্রাম গাজাসহ পাঁচ সেবনকারীকে আটক করেন।
আটককৃতরা হলেন, সেলিম (৩৫), মোঃ সোহাগ (২৮), মোঃ সোহেল খান (২৬), মোঃ নিজাম উদ্দিন মিজান (৩৩), মোঃ ফরিদ উদ্দিন (৩২)। তারা শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 13, 2021 7:04 pm by প্রতি সময়