পুনর্বাসন কার্যক্রমের দ্বিতীয় দফার চাল পেল ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সামুদ্রিক জেলেরা।
রবিবার (২২ আগষ্ট) সকালে পুনর্বাসন কার্যক্রমের তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে ৩নং চাঁদপুর ইউনিয়নের সামুদ্রিক জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।এর আগে প্রথম দফায় চাল বিতরনের মধ্যদিয়ে ওই ইউনিয়নের ১ হাজার ৭৬১ জন জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রবিবার পুনর্বাসন কার্যক্রমের দ্বিতীয় দফার চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, চাল বিতরণ কার্যক্রমের তদারকী কর্মমর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে, ইউপি সচিব মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির গাইন, মোঃ শাজাহান প্রমুখ।
তদারকী কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক সামুদ্রিক জেলেদের মাঝে পুনর্বাসনের চাল সুশৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন বলেন, আমরা প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জেলেদের পুনর্বাসন কার্যক্রমের চাল ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় অত্যন্ত সুচারুভাবে বিতরণ করছি। চাল বিতরণে কোনরকম অনিয়ম নেই। সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে। জেলেরাও করোনাকালের এ দু:সময়ে চাল পেয়ে বেশ খুশি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 22, 2021 7:38 pm by প্রতি সময়