ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে তজুমদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা সভাপতি ও এনটিভির ষ্টাফ রিপোর্টার মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি মোঃ সেলিম রেজা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের প্রতিনিধি তরুন কুমার দাস, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বরিশালের আজকালের প্রতিনিধি এম এ হান্নান, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও সকালের সময়ের প্রতিনিধি জিহাদ আহাম্মেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বরিশাল বার্তার প্রতিনিধি আক্তার হাওলাদার, প্রেসক্লাবের সদস্য ও সকাল সংবাদের প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক ন্যায় অন্যায়ের প্রতিনিধি রুবেল চক্রবর্তী প্রমুখ।
সভায় মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা সভাপতি আফজাল হোসেন বলেন, খুব দ্রæত সময়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের তজুমদ্দিন উপজেলা কমিটি গঠন করা হবে। মফস্বল সাংবাদিক ফোরামের লক্ষও উদ্দেশ্য হচ্ছে নির্যাতিত ও নিপিড়িত সংবাদিকদের পক্ষে কথা বলা। মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জন ও জীবন-মান উন্নয়নে ভূমিকা রাখা।
Last Updated on June 22, 2021 10:43 pm by প্রতি সময়