রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. মোস্তাক আহাম্মেদের সুস্থতা কামনায় ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন মসজিদে শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমা নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন প্রত্যাশার পক্ষ থেকে বাদ জুমা তজুমদ্দিন উপজেলা জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, মার্কাস মসজিদ, আড়ালিয়া জামে মসজিদ, পালোয়ান বাড়ির দরজার জামে মসজিদ, ঘোষের হাওলা জামে মসজিদ, নাগর মিয়ার বাড়ির দরজার জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও দফাদার বাড়ির দরজার জামে মসজিদে মাওলানা মোস্তাক আহাম্মেদের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব মসজিদের ইমাম সাহেবগণ মুনাজাত পরিচালনা করেন। এছাড়াও মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন- প্রত্যাশার প্রতিনিধি মো. ছালেহ উদ্দিন, মো. আরিফ হোসেন, মো. ফিরোজ, মেজবাহ্ উদ্দিন সুমন, জোনায়েদ ইবনে জিয়া, মোরশেদ আলম তৌহিদ, মো. রায়হান কাজি, আবুল হাসেম হাওলাদার প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 3, 2021 7:45 pm by প্রতি সময়