আজকের শিশু-কিশোররা আগামী গড়ে উঠুক শিক্ষা-সংস্কৃতির আলোয়।শুদ্ধ ও পরিপূর্ণ মানুষ হোক তারা। শিক্ষার পাশাপাশি সংস্কৃতির আলো পৌঁছে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলে।
এমন চিন্তা-চেতনা নিয়ে ভোলার তজুমদ্দিনে মেঘনা শিল্পীগোষ্ঠির সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার শিবপুর খাসেরহাট বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মেঘনা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক জিয়াউদ্দিন সোহাগ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনের অর্থ সম্পাদক রাজিন সালেহ, মাহমুদুল্যাহ রায়হান ও নেছার উদ্দিন প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চা ধরে রাখার প্রতি গুরুত্বারোপ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 16, 2021 8:53 pm by প্রতি সময়