পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভোলার তজুমদ্দিন উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার শম্ভুপুর খাসেরহাটে পল্লী সেবা সংস্থার কার্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
পল্লী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ্ব ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম। বিশেষ অতিথি ছিলেন শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক কামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সচিব মেজবাহ উদ্দিন সম্রাট, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, অভিভাবক মাওলানা মোঃ কামাল উদ্দিন, শিক্ষার্থী মোঃ সুমন প্রমুখ।
অনুষ্ঠানে ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ২ লাখ ২৮ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর পরিতোষ বড়ুয়া।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 23, 2021 6:09 pm by প্রতি সময়