ই-সিগারেট তরুণ প্রজন্মকে নেশায় আসক্ত করতে একটি নতুন অস্ত্র।সিগারেট কোম্পানিগুলো তরুণদের মাঝে এটির ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে ই-সিগারেটের প্রমোশন চালাচ্ছে।যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল- টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের যৌথ উদ্যোগে ‘ই-সিগারেট : স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও টিসিআরসির প্রেসিডেন্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সভাপতি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত।তিনি বলেন, ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কোনো উপায় হতে পারে না, বরং এটি নতুন আরেকটি নেশায় আসক্ত হওয়ার শুরু। ই-সিগারেট স্পষ্টভাবেই একটি ড্রাগ, যা আমাদের দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।’
তিনি ই-সিগারেটের স্বাস্থ্য ঝুঁকিসহ এর বিভিন্ন ধরনের প্রভাব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ই-সিগারেটের ভয়াবহতা থেকে দূরে রাখতে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার দিক নির্দেশনা প্রদান করেন প্রাণ গোপাল দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে তামাক কোম্পানিগুলো ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে। এছাড়া যারা ধূমপান ছাড়তে চায় তাদেরকে প্রচলিত সিগারেটের বদলে ই-সিগারেট ব্যবহারে উৎসাহিত করছে। ই-সিগারেটের প্রসার বন্ধে এখনই কঠোর আইন প্রণয়ন ও প্রচলিত আইনের কঠোর প্রয়োগ জরুরি। আমি ইতোমধ্যে সংসদে এ বিষয়টি উপস্থাপন করেছি এবং আমরা সব সংসদ সদস্য মিলে ই-সিগারেটের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে কঠোর আইন প্রণয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো।’
সভাপতির বক্তব্যে হেলাল আহমেদ বলেন, ‘ধূমপান মাদকের প্রবেশ দ্বার। আমাদের নতুন প্রজন্ম ই-সিগারেটের মতো ক্ষতিকর পণ্যে আসক্ত হয়ে পড়ার আগেই আমাদের এর প্রসার রুখতে হবে। ই-সিগারেট কিভাবে আমদানি করা হচ্ছে তা নির্ণয় করে এখনই আমদানি বন্ধের উদ্যোগ নিতে হবে।’
ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি এবং আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন।
Last Updated on December 28, 2020 4:19 pm by প্রতি সময়