সাবেক আইন মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে পূর্ব পরিকল্পিতভাবে তারেক জিয়ার নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
শুক্রবার (২১আগস্ট)নারকীয় গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে বিকালে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি মতিন খসরু।
তিনি আরও বলেন, নারকীয় এ হামলার সাথে তারেক জিয়াসহ অন্যান্য যারা জড়িত ছিল তারা সকলে চিহ্নিত হয়েছেন।দুইটি মামলায় মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। দন্ডিত আসামিদের মধ্যে তারেকসহ অনেকেই পলাতক আছে। ইনশাল্লাহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পিপি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম সাদক পুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলি উল্লাহ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ–সভাপতি, যুবলীগ নেতা ভূইয়া, হাজী মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা হাজী মোঃ হাবিবুর রহমান চান মিয়া, মোঃ খোরশেদ আলম, ফারুক খান মেম্বার, আব্দুল কুদ্দুস,আবু ইসলাম, উপজেলা যুবলীগ নেতা তানভীর হোসেন পাভেল, মাহাবুবুর রহমান ইন্স্যুরেন্স, সফিকুল ইসলাম, সুমন ভূইয়া, রিপন খান, জিয়াউর রহমান খান হিমেল, আব্দুল কাইয়ুম, মিজান খান, উপজেলা ছাত্র লীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, আল আমিন ভূইয়া, কামরুজ্জামান, সুমন, পলক, সাহাব উদ্দিন সোহাগ, প্রমুখ।
আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ অলি উল্লাহ ভূইয়া। পরে গ্রেনেড হামলাকারি খুনিদের দন্ডিত রায় কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁনের নেতৃত্বে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 21, 2020 3:32 pm by প্রতি সময়