আফগানিস্তানের কিছু শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধের বিষয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তানের লোকদের আশ্রয় না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ভুল করেছেন। এ ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার যে স্বপ্ন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া, সেটি থেকে অনেক দূরে সরে গেছেন। তারা বিপদে পড়েছে, তাদের কিছু লোক যদি আমাদের এখানে থাকে তাহলে খুব বেশি অসুবিধা হবে না। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের একটা জায়গা হতো।’
মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলে গিয়েছিলেন, যেখানে মুক্তির আন্দোলন হবে সেখানে আমাদের সমর্থন থাকবে। এটি সংবিধানে লেখা আছে। ভারতে যতগুলো আন্দোলন হচ্ছে আমাদের লুকোচুরি না করে সরাসরি সমর্থন করা দরকার। তা না হলে মহাবিপদ আসবে। আজকে যদি তালেবানদের স্বীকৃতি না দেই তাহলে তারা ভারতের হিন্দুত্ববাদের মতো কট্টরপন্থার দিকে যাবে। সেখানে তারা উদারপন্থি ইসলামী রাষ্ট্র না হয়ে কট্টরপন্থি ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত হবে। আমরা যদি তাদের এখনই স্বীকৃতি দেই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তবে তাদের প্রভাবিত করতে পারি একটা উদার ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য। তাই আজ তাদের বাইরে ঠেলে না দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক করা উচিত এবং তাদের দ্রুত স্বীকৃতি দেয়া উচিত।’
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, যুব মিশনের আহ্বায়ক ইমরুল কায়েস, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 17, 2021 7:41 pm by প্রতি সময়