তাল গাছে উঠে ডগা কাটতে গিয়ে প্রাণ গেল এক শ্রমিকের। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিক আবুল খায়ের (৪০) দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামের মৃত রফিকুল ইসলাম ভূঁইয়ার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর গ্রামের ফারুক ভূঁইয়ার তিনচিটা বাড়ির তালগাছের ডগা কাটার জন্য শ্রমিক হিসাবে যায় আবুল খায়ের। সকাল সাড়ে ৮টায় বিদ্যুতের খুটির পাশে থাকা তালগাছে ওঠে ডগা কাটছিল খায়ের। এ সময় বিদ্যুতের খুঁটির তার খায়ের শরীরে লাগলে সে তারে জড়িয়ে আটকে যায় এবং সেখানেই মারা যায।
খবর পেয়ে দাউদকান্দি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে বিদ্যুতের তারে আটকে মারা যাওয়া খায়েরের লাশ উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানা ওসি মো. মোজাম্মেল হক বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। পরে তাকে দাফন করা হয়।
Last Updated on September 21, 2023 11:33 pm by প্রতি সময়