পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার তিতাস উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে নারান্দিয়া ইউনিয়নের নয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতা ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সি।
পরিবারের সদস্যদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে মোস্তফা কামাল মুন্সিকে হত্যা করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শফিকের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয় বলে নিযহতের পরিবারের ধারণা।
মোস্তফা কামাল মুন্সির পরিবারের সদস্যরা আরও জানায়, তার ভাতিজাকে দিয়ে দুপুরে তাস খেলার কথা বলে মোস্তফা কামালকে কৌশলে ডেকে বাইরে আনা হয়। পরে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানিয়েছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ। তিনি বলেন, আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
Last Updated on December 18, 2023 9:06 pm by প্রতি সময়