নানা ঘটনায় কুমিল্লার আলোচিত উপজেলা তিতাস। ২০১৬ সালের ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ওই উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন চেয়ারম্যানকে হত্যা করা হয়। এর পর থেকে এলাকার একটি চক্র তিতাস উপজেলার মাছিমপুর বাজারের বলরামপুর মৌজায় পরলোকগত চেয়ারম্যান ও তার পরিবারের ৩১ শতক জায়গা দখলের অপচেষ্টা শুরু করেন। যদিও এর আগে ২০১৪ সালে ওই জায়গার মালিকানা দাবি করেন হোমনা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের সহিদ সোলায়মান ও মোশাররফ হোসেন নামে দুই ব্যক্তি। ওইসময় কামাল উদ্দিন চেয়ারম্যান পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। আদালত তখন ওই জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরিমধ্যে মারা যান জায়গার মালিকনা দাবী করা সহিদ সোলায়মান। দীর্ঘদিন পর আবারও ওই জায়গার ওপর নজর পড়ে আরেকটি চক্রের। যারা পরলোকগত সহিদ সোলায়মানের পরিবার থেকে জায়গার অর্ধেক ক্রেতা দাবীদাররা সেখানকার ভাড়াটিয়াদের উচ্ছেদে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
শনিবার (২০ মে) মাছিমপুর বাজারের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন পরলোকগত চেয়ারম্যান কামাল উদ্দিনের ছেলে আমান উল্লাহ। তিনি বলেন, ওই জায়গার অর্ধেকাংশ গোপনে বিক্রি করার পর যারা কিনেছেন বলে দাবী করছেন তারা জোরপূর্বক ও অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন। আমাদের হয়রানি করছেন। এ অবস্থায় বাধ্য হয়ে আমরা আইনগত পদক্ষেপ নিই। এরপরেও আমাদের হুমকি দেওয়া হচ্ছে।
এবিষয়ে জমির ক্রেতা মাছিমপুর গ্রামের মো. হাবিব সরকার বলেন, তারা আটজনে মিলে এক কোটি ৫৫ লাখ টাকা দিয়ে এই জায়গা কিনেছেন। জায়গা কেনার এক সপ্তাহ পর জানতে পারেন এই জায়গা নিয়ে আদালতের স্থিতিবস্থা রয়েছে। এরপর তারা আর জায়গাটি দখলের জন্য যাননি। এলাকায় তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলেও দাবী করেন।
Last Updated on May 20, 2023 7:51 pm by প্রতি সময়