ফুটফুটে সুন্দর আরিয়ান হোসেন সায়মন। বয়স মাত্র সাত বছর। নিষ্পাপ এই শিশুটির কী অপরাধ ছিল ? কেনো তাকে হত্যা করা হলো ? এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা তিতাসে। আবার এই শিশুটির এমন মৃত্যুতে গ্রামবাসী যেমন হতবাক তেমনি অশ্রু সংবরণ করতেও পারছেন না।
কুমিল্লার তিতাস উপজেলায় নিখোঁজের তিন দিন পর আরিয়ান হোসেন সায়মনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কলাকান্দি গ্রামের ওই শিশুর বাড়ি থেকে আনুমানিক ৩ শত গজ দূরে বালুর মাঠের ঝোপঝাড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিয়ান হোসেন সায়মন উপজেলার কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারীর ছাত্র ছিল।গত বুধবার বিকালে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকালে খেলতে গিয়ে সময়মতো বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে শিশুটির মা খোরশেদা বেগম বাদী হয়ে শুক্রবার (১৮ আগস্ট)ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ শনিবার সকালে বালুর মাঠে ঝোপঝাড়ে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সায়মনের মা সন্তানের লাশ উদ্ধারের খবর পেয়ে বার বার মুর্ছা যান। তিনি সন্তান হত্যার বিচার চান।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস বলেন, শিশুটির লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে, কারা ওই শিশুটিকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি।
Last Updated on August 19, 2023 7:53 pm by প্রতি সময়