কুমিল্লার তিতাস উপজেলায় আনন্দভ্রমণের নামে তিতাস নদীতে লঞ্চের ছাদে মাইক লাগিয়ে উচ্চ শব্দে ডিজে পার্টি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে শামীম হোসেন (১৩) নামে নিহত কিশোরের লাশ মঙ্গলবার (২৪ আগস্ট) নদী থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হয়ে আহত হয়েছে আরও প্রায় ১৫জন।গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিতাস উপজেলার দড়িকান্দি শিবপুর গ্রামের মাঝামাঝি তিতাস নদীর শাখা নদীতে মেসার্স বাদল সরকার এন্ড সন্স নামে একটি লঞ্চে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শামীম উপজেলার শিবপুর গ্রামের অটোরিকশা চালক আব্দুল মতিনের ছেলে।সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লঞ্চটি আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
তিতাস থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,তিতাস উপজেলায় একদল কিশোর আনন্দভ্রমণের নামে তিতাস নদীতে লঞ্চের ছাদে মাইক লাগিয়ে উচ্চ শব্দে ডিজে পার্টি করছিলো।লঞ্চটি নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক খুটির লাইনের নীচ দিয়ে যাওয়ার সময় লঞ্চের ছাদা থাকা প্রায় ১৫জন হৈহুল্লুড় করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হয়।
এ সময় ৩জন পানিতে পড়ে যায়।তাদের মধ্যে ২জনকে সাথে সাথে উদ্ধার করে স্থানীয়রা এবং শামীম হোসেন নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে পানিতে ডুবে মারা যায়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে শামীমের লাশ তিতাস নদীর শিবপুর খালের মধ্যে ভেসে উঠলে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে।
এ ঘটনায় আহতরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল ইসলাম খান, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2021 6:03 pm by প্রতি সময়