বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কুমিল্লা অঞ্চলের পরিচালক আহমেদ হুসেইন বলেছেন, ‘মানুষ মানুষের জন্য’- এই সহজ কথাটি আমরা যদি গভীরভাবে অনুধাবন করি তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত এই তীব্র শীতে গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। এই হাড়কাঁপানো শীতে শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তীব্রশীতে তাদের পাশে দাঁড়ানোর এক নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্যও আমাদেরকে কাজ করতে হবে।
বুধবার (১০ জানুয়ারি) কুমিল্লা শহরতলির ডুমুরিয়া এলাকায় চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র এবং হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপম্যান্ট এসোসিয়েশন-কুমিল্লার যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংস্থার পক্ষে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপম্যান্ট এসোসিয়েশনের মহাসচিব শাহান আরা বেগম স্বপ্না বলেন, হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপম্যান্ট এসোসিয়েশন সকল সময়ই গরীব-দুঃখী মানুষের ভালমন্দ খোঁজ খবর রাখে এবং এ সংস্থা শুধু শীতবস্ত্রই নয়, সারাবছরই নানান রকম সাহায্য সহযোগিতা করে থাকে। এবার বাউবি কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রকে পাশে পেয়ে গরীব অসহায় মানুষকে সহযোগিতা করার পরিসর আরো বৃদ্ধি পেয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউবির যুগ্ম-পরিচালক মোহাম্মদ মাহমুদুল আমিন ও হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপম্যান্ট এসোসিয়েশনের ডাঃ মল্লিকা বিশ্বাস ও আলেয়া আক্তার আলো প্রমুখ।
Last Updated on January 10, 2024 8:06 pm by প্রতি সময়