সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

তীব্র গরমে অতিষ্ঠ মুরাদনগরের জনজীবন

মনির হোসাইন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ দেখা হয়েছে

রোদের তীব্রতায় তেঁতে উঠেছে কুমিল্লার মুরাদনগরের জনজীবন। প্রতিদিন বাড়ছে দিনের তাপমাত্রা। অসহনীয় গরমের কারণে বাসা থেকে বের হচ্ছেন না অনেকে। তীব্র গরমে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। তীব্র গরমে মুরাদনগর উপজেলাবাসীর প্রাণ ওষ্ঠাগত।

এ ছাড়া অতি গরমে পানি শূন্যতা, ডায়েরিয়া, সর্দি গলাব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। এই গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যাও।

 

বরিবার (২১ এপ্রিল) তীব্র গরমের কারণে দুপুরের আগেই উপজেলার সদর এরিয়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট যেন ফাঁকা হয়ে পড়ে। অফিস দোকানপাট ও ক্ষেত খামারেও মানুষের উপস্থিতি কমছে।

 

গোটা মুরাদনগর জুড়ে গরমের তীব্রতায় ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ভর দুপুরে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। উপজেলা সদরের বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেকে গরম থেকে বাঁচতে গাছতলায় বা ছায়াযুক্ত খোলামেলা স্থানে বসে আছে। পাশাপাশি লেবুর সরবত বিক্রি হওয়ায় গরমে তৃষ্ণার্ত মানুষেরা ভিড় জমাচ্ছে সেখানে। এই গরম ও তপ্ত রোদের হাত থেকে বাঁচতে ঠাণ্ডা পানির লেবুর সরবত পান করছেন অনেকেই। প্রচন্ড গরম কে কেন্দ্র করে ডাব ও তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ।

এদিকে গ্রামের নদী-নালা, পুকুর ও খাল-বিলে গা ভেজাতে মানুষের ভিড় বেড়েছে। গরমে এসব জায়গার পানিতে নেমে শরীর ভিজিয়ে গরম থেকে নিজেদের রক্ষার চেষ্টা করছে অনেকেই।

 

রিকশা চালক সফিক মিয়া বলেন, কয়েক দিন ধরে যে গরম পড়ছে, জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। ঈদের পর হাতে টাকা নেই। বাধ্য হয়ে রিকশা নিয়ে বের হয়েছি। গরমের রাস্তাঘাট বলতে গেলে ফাঁকা। যাত্রী পাওয়া যাচ্ছে না। কিন্তু জীবিকার টানে গরম সহ্য করে রিকশা চালাতে হচ্ছে।

কৃষক আবদুল খালেক মিয়া বলেন, প্রচন্ড গরমে আমাদের জীবন বিপর্যস্ত, তারপরেও কিছুই করার নাই। ফসলের জন্য মাঠে কাজ করতে হবে। রোদের তীব্রতার কারণে দুপুরের আগে মাঠ ছেড়ে চলে এসেছি। বিকেলে আবার মাঠে যাব।

এদিকে বৈশাখের তীব্র তাপদাহে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। অধিকাংশ রোগী ডায়রিয়া, পানি শূণ্যতায় আক্রান্ত। তবে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি।

 

চিকিৎসকরা জানিয়েছেন, এই গরমে এক টানা বেশি সময় কাজ করা যাবে না। এছাড়া কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে হবে। কোনো অবস্থায় ঠান্ডা পানি পান করা যাবে না। ঘর্মাক্ত অবস্থায় গোসলও করা যাবে না। কিছু সময় অপেক্ষা করতে হবে। অতিরিক্ত ঘাম ঝরলে স্যালাইনের পানি পান করতে হবে। বাসি-পচা খাবার পরিহার করতে হবে। তাছাড়াও ভাজা-পোড়া খাবার খাওয়া যাবে না।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!