কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা পালন করে দলীয় নেতা কর্মীদের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক।কিন্তু দলের মধ্যে কোন বিভেদ বিভাজন থাকতে পারবে না। তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণশক্তি।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলা চত্বরে কুমিল্লার মুরাদনগর উপজেলা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য অশ্বিনী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
মুরাদনগর উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হানিফ সরকার, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, কুমিল্লা (উত্তর) জেলা সাবেক ছাত্রলীগের আহ্বায়ক গোলাম সারোয়ার চিনু, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবু নাছের, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সদস্য আব্দুল কাইয়ুম খসরু, কুমিল্লা (উত্তর) আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম ফারুক রানা, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, মুরাদনগর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক (সাবেক ভিপি) ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা আ’লীগের সভাপতি তৌহিদ এলাহি, কুমিল্লা (উত্তর) জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার সকল ইউপি’র চেয়ারম্যান ও তৃণমূল আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Last Updated on July 12, 2022 9:30 pm by প্রতি সময়