রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

তৃণমূল থেকে আমরা দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই : দূর্গাপুরে দলীয় প্রার্থী নির্ধারণে বর্ধিত সভায় হাজী বাহার এমপি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১২২ দেখা হয়েছে
# ২ নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.ক.ম বাহাউদ্দীন বাহার এমপি

রাজনৈতিক পরিবেশ ভালো থাকলে সাধারন মানুষও ভালো থাকে মন্তব্য করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, যে এলাকার রাজনৈতিক পরিবেশ যত ভালো সেই এলাকার শাসন ব্যবস্থাও তত ভালো। কুমিল্লার আওয়ামী লীগ আজ অতীতের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত। আমরা দলের নেতৃত্ব পাওয়ার পর পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে কর্মী সৃষ্টি করেছি। সংগঠনকে শক্তিশালী করেছি। তৃণমূল থেকে আমরা দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা পাঠাবো। চুড়ান্ত সিদ্ধান্ত দিবে দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নৌকার মালিক শেখ হাসিনা। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নির্ধারণে শনিবার (২০ মার্চ) দুপুরে কুমিল্লা সদর উপজেলার ২ নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত দূর্গাপুর (উত্তর) ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায়  প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। আলোচনা সভা শেষে এমপি বাহার  গণতান্ত্রিক প্রক্রিয়ার  মনোনয়ন প্রত্যাশী  তিনজনের মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে অপর দুইজনের মধ্যে সরাসরি ভোটের আয়োজন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের  উপস্থিত  নেতৃবৃন্দের বেশিরভাগই বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদকে দলীয় মনোনয়নের জন্য সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থী হিসেবে পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ আবুল কালাম আজাদের নাম কেন্দ্র পাঠানোর সিদ্ধান্ত হয়। অপর দুই মনোনয়ন প্রত্যাশীরাও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সমর্থন দিয়ে নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ব্যাংকার কামাল হোসেন, ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রমুখ।

উল্লেখ্য, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ২০১১ সালে বিপুল ভোটের ব্যবধানে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকার ব্যাপক উন্নয়নের কারণে ২০১৬ সালে বিনা প্রতিদ্বন্ধিতায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। হাজী বাহার এমপির আস্থাভাজন কর্মী হিসেবে টানা দুবার বিজয়ের ফলশ্রæতিতে এলাকার মানুষের কল্যানে আজাদ চেয়ারম্যানের ব্যাপক কর্মকান্ড সর্বমহলে প্রশংসিত হয়। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও এলাকায় তার বেশ খ্যাতি রয়েছে। বিশেষ করে করোনাকালীন দূর্যোগের শুরু থেকে একজন সম্মূখযোদ্ধা  হিসেবে মানুষের পাশে ছিলেন। সুরক্ষা সামগ্রী বিতরণ,খাদ্য সহায়তা প্রদান,কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষি উৎপাদনে সহায়তা প্রদান সহ নানামূখি প্রদক্ষেপ জনগনের মাঝে বেশ সাড়া জাগায়।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 20, 2021 6:36 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102