
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন পুলিশ হত্যা করে, সাংবাদিক পিটিয়ে, বাসে আগুন দিয়ে তৃতীয় শক্তির উপর ভর করে ক্ষমতার বদল করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। যারা নির্বাচন বয়কট করেছন, তাদের বলতে চাই – আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। কর্মীদের আর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করে নির্বাচনী মাঠে আসুন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে এ আনন্দ সমাবেশ আহ্বান করে মহানগর আওয়ামী লীগ।
এমপি বাহার আরও বলেন, কুমিল্লার মানুষ অগ্নি সন্ত্রাসীদের বয়কট করে আগামী ৭ জানুয়ারি উৎসাহ নিয়ে ভোট দিবে।
মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু।