‘ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এল আবার দুসরা ঈদ! কোরবানী দে, কোরবানী দে শোন খোদার ফরমান তাকিদ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ কবিতায় ঈদুল আযহার আগমনকেই স্মরণ করিয়ে দেয়। আত্মোৎসর্গের মহিমায় অনাবিল আনন্দ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
ঈদকে সামনে রেখে কুমিল্লার প্রতিটি মুসলিম পরিবারে বইছে আনন্দের জোয়ার। কারণ রাত পোহালেই ঈদুল আযহা বা পশু কুরবানীর ঈদ। কুরবানীর ঈদ উৎসব আয়োজনে কুমিল্লার সর্বস্তরের মুসলিম পরিবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ক্বারী মোঃ ইব্রাহিম। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাত কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে আজ বুধবার ভোর থেকে হালকা ও মাজারি বৃষ্টি অব্যাহত থাকার মধ্যেও ক্রেতারা এক হাট থেকে আরেক হাটে ঘুরে পছন্দের গরু খুঁজেছেন, কিনছেন। আজও ভিড় থাকবে কুরবানীর পশুহাটে। হাটে মাঝেরি সাইজের গরুর দাম চড়া। বৈরী আবহাওয়ার মধ্যেও বিক্রেতেরা গরুর দাম ছাড়ছেন না। ফলে কুরবানীদাতারা বাধ্য হয়ে একটু চড়া দামেই গরু কিনছেন। বৃষ্টির মধ্যে কাদা পানি মাড়িয়ে হাটগুলোতে ক্রেতারা পছন্দের গরু কিনতে ঘুরছেন। বিক্রেতার হাকডাকেও হাট জমজমাট।
অপরদিকে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় কর্মরত লোকজন সোমবার থেকেই কুমিল্লায় নিজ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে এবারের ঘরে ফেরার যাত্রায় ছিলনা দুর্ভোগ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও কোথাও ছোট সারির যানজট দেখা গেলেও স্থায়িত্ব ছিল না বেশিক্ষণ। ঈদের ছুটিতে ঘরে ফিরে আপনজনদের কাছে পেয়ে ক্লান্তিমাখা চেহারায় ছিল খুশির ছাপ।
দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় একান্নভুক্ত বা যৌথ পরিবারের সংখ্যা বেশি। কেউ কেউ একই বাড়িতে বা চাকুরী, ব্যবসার কারণে দূরের কর্মস্থলে স্ত্রী, সন্তান নিয়ে আলাদাভাবে বসবাস করলেও ঈদ এলে নাড়ির টানে মা, বাবা, ভাই-বোনদের কাছে ফিরে আসে। বিশেষ করে পশু কুরবানীতে পরিবারের সবাই অর্থ থেকে শুরু করে সার্বিক কর্মকান্ডে সমহারে অংশ নেয়। বাড়ির চাচা-জেঠা বা তাদের সন্তানরাও মিলিতভাবে কুরবানীর পশু কেনায় অংশীদার হয়ে থাকে। ঈদের দিন কুরবানীর পশু জবাইয়ের পর কেউ কেউ কসাই বা চামড়া খালাসি এনে থাকলেও যৌথ পরিবারের ছোট-বড় সবাই চাকু, ছোরা, বটি, চাপাতি হাতে মাংস কাটাকুটির কাজে ব্যস্ত হয়ে পড়ে। তথ্যপ্রযুক্তির এসময়ে কুরবানীর গরু কাটাকুটি নিয়ে হরেকরকম ছবি ঈদেরদিনেই মিলবে ফেইসবুকে। প্রতিবছরের ন্যায় এবারো কুরবানীর ঈদে কুমিল্লায় যৌথ পরিবারগুলোতে ফুটে উঠবে খুশির ঝিলিক।
আগামীকাল ঈদুল আযহা উদযাপনের মধ্যদিয়ে প্রতিটি মুসলিম পরিবারের হৃদয়ে জেগে উঠবে কুরবানীর শাশ্বত চেতনা।
Last Updated on June 28, 2023 1:15 pm by প্রতি সময়