কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপভোগ করেছে মেজর জেনারেল( অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি প্রীতি ফুটবল ম্যাচ। উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ব্যারিস্টার সুমন একাডেমি বনাম মেজর (অব.) সুমন একাডেমি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকদের উপস্থিতিতে এই প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়। তবে আয়োজকদের দৃষ্টিতে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ব্যারিস্টার সুমন একাডেমিকে বিজয়ী ট্রফি দেওয়া হয়।
অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.মোজ্জামেল হক, সুবিদ আলী ভূঁইয়া এমপির সহধর্মিনী মাহমুদা ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদের সদস্য জেবুন নেছা জেবু, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন একাডেমির পক্ষে নেতৃত্ব দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও মেজর ( অব.) সুমন একাডেমির পক্ষে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
Last Updated on September 18, 2023 11:30 pm by প্রতি সময়