আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
শনিবার (১৮ নবেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৬ আসনের (কুমিল্লা সিটি কর্পোরেশন- আদর্শ সদর উপজেলা) জন্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন কুমিল্লা আদর্শ সদও উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল ও মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোখলেছুর রহমান। পরে এমপি বাহারের ঢাকাস্থ কাওরানবাজার অফিসে ফটোসেশনে মিলিত হন নেতা-কর্মীরা।
এসময় এমপি বাহার কন্যা আয়মন বাহার সোনালী, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহাম্মেদ নিয়াজ পাবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার দুপুরে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। বর্তমানে কুমিল্লা-৬ আসনে হেভীওয়েটি নেতা হাজী বাহারের বিকল্প কোন প্রার্থী আওয়ামী লীগে নেই বলে জানান কুমিল্লার মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, টানা তিন বার নবম,দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন (কুমিল্লা সিটি কর্পোরেশন- আদর্শ সদর উপজেলা) থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
Last Updated on November 18, 2023 8:19 pm by প্রতি সময়