
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইছাপুরা গ্রামের হাফেজিয়া মাদরাসার ছাত্র ফাহিম (১৩) নিখোঁজের দশদিনেও তার সন্ধান পায়নি পরিবার। গত ২৭ জুলাই নিজ বাড়ি ইছাপুরা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গত ৩০ জুলাই বুড়িচং থানায় এব্যাপারে সাধারণ ডাইরি করা হয়েছে।
ফাহিমের মা ফাতেমা বেগম ও বড় ভাই রিয়াদ হোসেন জানান ফাহিমের নিখোঁজের বিষয়টি তাদের বেশ চিন্তিত করে ফেলেছে। এলাকায় জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। ফাহিম নিখোঁজের পূর্বে এলাকার একটি চক্র পূর্ব বিরোধের জের ধরে তাদের উপর হামলা চালিয়েছিল। ওই চক্রটি তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ার কয়েকদিন পর ফাহিম নিখোঁজ হয়।
বুড়িচং থানার এস আই মেহেদী হাসান বলেন মাদরাসা ছাত্র ফাহিম নিখোঁজ সংক্রান্ত বিষয়ে একটি জিডি করা হয়েছে। ফাহিমের সন্ধান এবং উদ্ধারে পুলিশি অভিযান চলমান আছে।
Last Updated on August 5, 2020 1:34 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...